রেলগেটে দুপক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন

রেলগেটে দুপক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন





নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে টাকা ধার দেনা সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার আহতরা হলেন, শহরের রেলগেট পশ্চিমপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে সোহেল হোসেন (৩২), একই এলাকার মৃত রবিউল ইসলামের স্ত্রী রিনা খাতুন (৩০) এবং আবুল হোসেনের স্ত্রী তাকিয়া (৬০)।

আহত সোহেলের অভিযোগ, রেলগেট পশ্চিমপাড়া এলাকার ময়েন মোল্লার ছেলে শাহীন (৩০) ও বাবুর ছেলে রকি (২৮) দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা এবং পাড়ার মহিলা ও অল্প বয়স্ক মেয়েদের উত্ত্যক্ত করা কাজের সাথে জড়িত। গতকাল সকালে রেললাইনের পরে দেখা হলে এ সকল কর্মকান্ডের প্রতিবাদ করলে মা-মেয়ে তুলে গালিগালাজ করে। অতপর তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেলের মাথায় হাতুড়ির আঘাতে মাথা ফেটে যায়।
এদিকে আহত তাকিয়ার অভিযোগ, সোহেলের বোন শিউলি এবং তার স্বামী দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। কিছুদিন আগে শিউলিকে কোন এক কাজে শাহীন টাকা ধার দেয়। অতপর গতকাল সকালে বাড়ির পরে এসে শিউলির কাছে ধার দেওয়া টাকা চাইতে গেলে সোহেল বেপরোয়া দা, কুরাল নিয়ে হামলা করে। এ সময় তাকিয়ার মেয়ে রিনি ঠেকাতে গেলে তাকেও মাথায় কোপ দেয় এবং তাকিয়াকেও মারপিট করে গুরুতর আহত করে। এদিকে উভয়পক্ষের তিনজন গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি।








Explore More Districts