বাংলাদেশ রেলওয়ের বর্তমান যে টিকেটিং সিস্টেম আছে, সেটিকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কমলাপুর রেলস্টেশনে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের কোচ পরিবর্তন করে, চাইনিজ সাদা কোচ দিয়ে চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী এ কথা বলেন। এ সময় রেলের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সমস্ত রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করা হয়েছে। এরইমধ্যে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সেই কাজ চলমান আছে। বাকি রেলপথকে ব্রডগেজে রূপান্তরের কাজ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
উপকূল এক্সপ্রেস ট্রেনের ব্যাপারে রেলমন্ত্রী বলেন, বর্তমানে রেলের নতুন কোনো কোচ নেই। ফলে সাদা চাইনিজ কোচ দিয়ে চালানো শুরু হলো। দেশে নতুন কোচ আসলে, তখন নতুন কোচ দিয়ে চালানো হবে উপকূল এক্সপ্রেস ট্রেন। আগে এই ট্রেনে শীতাতাপ নিয়ন্ত্রিত কোনো কোচ ছিল না, এখন যুক্ত করা হলো।
এম ই/