আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী এম. এ. হান্নানের সমর্থনে চাঁদপুরের ফরিদগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণমিছিল।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদগঞ্জ উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে এ শোডাউন ও মিছিল শুরু হয়।
মিছিলটি রূপসা বাজার থেকে শুরু হয়ে রুস্তমপুর বাজার, গৃদকালিন্দিয়া, নারিকেলতলা ও গাব্দেরগাঁওসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত মোটরসাইকেলের পাশাপাশি বিপুল সংখ্যক অটোরিকশাও অংশ নেয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শোডাউন চলাকালে নারিকেলতলায় সংক্ষিপ্ত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন ভূঁইয়া বলেন, আমরা ধানের শীষের পক্ষে, আমরা জনগণের পক্ষে। এম. এ. হান্নান আমাদের আশার প্রতীক। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই ফরিদগঞ্জে নতুন অধ্যায় সূচিত হবে ইনশাআল্লাহ।
পরে রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে শোডাউন ও গণমিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক:শিমুল হাছান,
২৭ অক্টোবর ২০২৫
 
				 
															