রূপসায় সাংবাদিক কল্যাণ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

রূপসায় সাংবাদিক কল্যাণ সোসাইটির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি(রূপসা) খুলনা ঃ রূপসা সাংবাদিক কল্যান সোসাইটির আয়োজনে দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে রূপসার নৈহাটি স্কুলের সামনে সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল বাকি। সোসাইটির সভাপতি আ: কাদেরের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন নৈহাটি ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, প্যানেল চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন শ্রাবণ, তরুণ সমাজসেবক ও সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল, সাবেক সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হারুনার রশিদ। সাংবাদিক কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রেসক্লাব রূপসার সাধারণ সম্পাদক ও সোসাইটির দপ্তর সম্পাদক মোঃ খবীরুদ্দীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, রূপসা প্রেসক্লাবের সহ-সম্পাদক ও সোসাইটির নির্বাহী সদস্য এম এ আজিম, প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সোসাইটির কোষাধ্যক্ষ আখতার খান, প্রচার সম্পাদক বি এম শহিদুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সদস্য হামিদুল হক, বেনজির হোসেন, মো: মোস্তাফিজুর রহমান, রেজাউল ইসলাম তুরাণ, সাংবাদিক শহিদুল্লাহ আল আজাদ, সমাজসেবক আবু সিদ্দিক বিন সালাম, কৃষকলীগ নেতা মো: জিয়া উদ্দিন, মো: ইরান শেখ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

Explore More Districts