রিয়া মণির কারণে ভেঙে গেল তিনটি সংসার : হিরো আলম – Daily Gazipur Online

রিয়া মণির কারণে ভেঙে গেল তিনটি সংসার : হিরো আলম – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম বলেন,‘রিয়া মণির কারণে তিনটি সংসার ভেঙে গেল’। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলার জামালপুর মিয়া শিশু মেলা নামক পার্কে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় এ কথা বলেন হিরো আলম।
এ সময় হিরো আলম আরো বলেন, ‘আমার বাবা মৃত্যুশয্যায় অথচ আমার স্ত্রী রিয়া মণি আমার বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ডান্স ভিডিও বানায়। এই মেয়ে নিয়ে কি সংসার করা যায় তাই আমি রিয়া মণিকে তালাক দিয়েছি।
যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার ও মাক্স রাজুর স্ত্রী ইতির সংসার এই রিয়া মণির কারণে ভেঙে গেছে।’
এই সময় ম্যাক্স রাজুর স্ত্রী বলেন, ‘আমার স্বামীর নাম মুখে নিতে আমার ঘিন্না লাগে। রিয়া মণিকে ধন্যবাদ কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছে।’
গত ১৫ এপ্রিল রাতে হিরো আলমের বাবা মারা যান এবং এর পর থেকে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মণির মধ্যে বিবাদ দেখা দেয়।
হিরো আলমের অভিযোগ, জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে ছিলেন না রিয়া মণি। সে জন্য ফেসবুকে রিয়া মণিকে বয়কটের ঘোষণাও দেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে বলেন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কথা। তাদের সেই বিবাদের জের ধরে উঠে আসে ম্যাক্স অভির নাম।
ম্যাক্স অভি হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি করেন। অভিযোগ, হিরো আলম ম্যাক্স অভিকে জড়িয়ে অকথ্য ভাষায় গালি দিয়ে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল বিচ্ছিন্ন করাসহ তার পরিবারের লোকজনকে জীবননাশের হুমকি দিয়েছেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts