শাহিন আফ্রিদি এর আগেও সাদা-বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতা অবশ্য খুব একটা সুখকর ছিল না। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে তাঁকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়। সেই সিরিজ ৪–১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। এরপর রিজওয়ানের মতো আফ্রিদিকেও ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় ওয়ানডে দলের অধিনায়ক হন বাবর আজম।
রিজওয়ানকে সরালেও পাকিস্তান আপাতত তিন অধিনায়কের দলই থাকছে। যদিও শান মাসুদ ও সালমান আলি আগাসহ যে তিনজনের মধ্যে নেতৃত্ব ছিল, তাঁদের ভেতর রিজওয়ানকেই সবচেয়ে নিরাপদ বা স্থিতিশীল বলে মনে করা হচ্ছিল।