রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ’র দাফন সম্পন্ন | Narailkantho-Latest Bangla News & Entertainment…

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ’র দাফন সম্পন্ন | Narailkantho-Latest Bangla News & Entertainment…

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুর রহমান জিন্নাহ’র দাফন সম্পন্ন। নড়াইল পৌরসভার আলাদাতপুর গ্রামের বর্ষীয়ান রাজনীতিক, প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ (৭২) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (০৭ ফেব্রুয়ারি) আছরের নামাজের পর মরহুমের নামাজে যানাজা নড়াইল পৌরসভার কেন্দ্রীয় কবরস্থান চত্বরে অনুষ্ঠিত হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে এ কবরস্থানে মরহুমের দাফন করা হয়।
তিনি দুই মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ’র মৃত্যুতে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সকল মুক্তিযোদ্ধারা, নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, নড়াইল পৌর মেয়র, লোহাগড়া পৌর মেয়র, আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠনসহ জেলা ওয়ার্কাস পার্টি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি দেশের রাজনৈতিক সংকটময় সময়ে নড়াইল জেলায় ১৪দলীয় সমন্বয়কের দায়ীত্ব পালন করেছেন। তিনি জজকোর্টের প্রবীণ আইনজীবী এবং সাবেক জজকোর্টের পিপি ছিলেন।


Explore More Districts