রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে নিহত রাজবাড়ীর প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলাম, ৭ মাস পর জানলো পরিবার |

রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে নিহত রাজবাড়ীর প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলাম, ৭ মাস পর জানলো পরিবার |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন রাজবাড়ীর সদর উপজেলার চর রামকান্তপুর গ্রামের প্রাক্তন সেনা সদস্য নজরুল ইসলাম (৪৭)। নিখোঁজ থাকার সাত মাস পর গত ৮ অক্টোবর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। নজরুল ইসলাম চরপাড়া গ্রামের মৃত হাতেম আলী ফকিরের ছেলে।
নিহত নজরুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল ছিলেন। ২০২০ সালে সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি বাঁধাই মালের ব্যবসা শুরু করেন। তবে ব্যবসায় লোকসানের কারণে আর্থিক সংকটে পড়েন তিনি। এ অবস্থায় স্থানীয় এক দালাল ফরিদ হোসেনের প্রলোভনে নিরাপত্তাকর্মীর চাকরির আশায় গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার উদ্দেশে দেশ ত্যাগ করেন নজরুল।

নিহত নজরুল ইসলামের স্ত্রী আইরিন আক্তার বলেন, ‘আমার স্বামী অবসরের পর বাড়িতেই থাকতেন। ব্যবসায় লোকসানের পর স্থানীয় দালাল ফরিদের মাধ্যমে রাশিয়ায় যায়। আমি তাকে বহুবার নিষেধ করেছিলাম, বলেছিলাম- সন্তানদের নিয়ে একসঙ্গে থাকব। কিন্তু তিনি বলেছিলেন, রাশিয়ায় ভালো বেতনের নিরাপত্তাকর্মীর চাকরি আছে, সংসারের অবস্থা ভালো হবে। এখন চার মেয়েকে নিয়ে আমি কীভাবে বাঁচব, কিছুই বুঝতে পারছি না।’

নজরুল ইসলামের বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট রহিম বলেন, ‘ফরিদ নামের দালাল আমার ভাইকে প্রলুব্ধ করে রাশিয়ায় পাঠিয়েছে। আমরা বহু জায়গায় খোঁজ নিয়েছি। ফরিদ সব সময় বলত, ‘ও বেঁচে আছে, নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করতে পারছে না।’ এখন শুনলাম ও আর বেঁচে নেই। সরকার যেন অন্তত লাশটা দেশে আনার ব্যবস্থা করে।’
নজরুলের পরিবার সরকারের কাছে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। পাশাপাশি নিহতের পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে আর্থিক সহায়তার আবেদনও জানিয়েছেন তারা।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক জানান, তারা স্বরাষ্ট্র মন্ত্রলালয় থেকে কোন সংবাদ পাননি। তবে মন্ত্রণালয়ের পত্র পেলে এবং সেখানকার নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Explore More Districts