নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তাসহ তার দুই মেয়েকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে রায়পুর থানায় মামলা হয়েছে। আহতরা হলেন উপজেলার চর মোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামের আবদুল মজিদ, তার মেয়ে আমেনা আক্তার ও কলেজছাত্রী তানজিনা আক্তার। তাদের লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির সামনে বসে ছিলেন মজিদ ও তার দুই মেয়ে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান অভিযুক্তরা। এতে মজিদের বাঁ হাত, পা ও মুখে কুপিয়ে জখম করা হয়। বাধা দিতে গিয়ে আমেনা ও তানজিনাও আহত হন। তাদের শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন তছলিম উদ্দিন, তার ছেলে সুমন, মাসুম, মারুফ, ঝুমুর, কাঞ্চন, আরজু, শিউলি আক্তার ও মিম। তারা সবাই একই বাড়ির বাসিন্দা। আহত আমেনা আক্তার বলেন, ‘আমরা আগে কয়েকবার থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু কিছু হয়নি। এখন আবার হামলা হলো। ভিডিও প্রমাণসহ থানায় গিয়েছি। এখনো হুমকি দিচ্ছে, মামলা করলে মেরে ফেলবে।’ রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’ স্থানীয় কয়েকজন বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আগেও একাধিকবার উত্তেজনা সৃষ্টি হয়েছে।