রামপালের ধর্ষণ মামলার আসামী খুলনায় র‌্যাবের হাতে গ্রেফতার

রামপালের ধর্ষণ মামলার আসামী খুলনায় র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ বাগেরহাটের রামপালের ধর্ষণ মামলার আসামী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রার ডাক্তারপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান(র‌্যাব)-৬এর এটি দল। গ্রেফতারকৃত আসামীর নাম জাহাঙ্গীর শেখ(৬২)। উক্ত আসামী রামপাল থানাধীন মল্লিকেরবেড় গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও র‌্যাবের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
র‌্যাব-৬এর মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬২ বছরের জাহাঙ্গীর শেখ তার নিজ গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে বিভিন্ন লোভ লালসা এবং ভয়ভীতি দেখিয়ে গত ৩১ মে থেকে ২৫ পর্যন্ত তার ঘরে নিয়ে দিনে ও রাতে বিভিন্ন সময়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই কিশোরী তিন মাসের অন্ত:সত্তা হয়ে পড়েন। আসামী নিজেকে বাঁচানোর জন্য এক পর্যায়ে ওই কিশোরীকে মারপিট এবং মৃত্যুভয় দেখিয়ে জোরপূর্বক গর্ভের ভ্রুণ নষ্ট করার জন্য মেডিসিন খাওয়ান। এতে ওই কিশোরীর পেটে ব্যথা হলে তাকে তার আত্মীয়-স্বজন বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করে গর্ভে ভ্রুণের উপস্থিতি নিশ্চিত করে। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রামপাল থানায় ধর্ষণ ও গর্ভপাত করা মামলা রুজু করেন। বিষয়টি জানাজানি হলে আসামী বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সাথে জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
যার অংশ হিসেবে গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনার ছোট বয়রার ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করে। গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Explore More Districts