জুন ৮, ২০২৪
আব্দুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চার্টার্ড লাইফের গ্রাহক মোঃ মিরাজের মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ একটি পলিসির অনুকূলে মোট ২ লাখ ১৮ হাজার ৩৫৪ টাকার গ্রাহকের চেক গ্রহণ করেন তার মা মনোয়ারা বেগম। একই দিনে কমলনগর উপজেলায় চার্টার্ড লাইফের গ্রাহক বিবি রহিমার মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ একটি পলিসির অনুকূলে মোট ১ লাখ ২১ হাজার ৮৪৩ টাকা গ্রাহকের চেক গ্রহণ করেন তার মেয়ে বিবি কুলসুম।
শনিবার (৮ জুন ) বিকেলে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের কাশেম মেম্বার এলাকায় মৃত বিবি রহিমার নিজ বাড়িতে মনোনীত তার মেয়ে বিবি কুলসুমকে এই চেক তুলে দেন। তার কিছুক্ষণ পরে রামগতির চর বাদাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর সীতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মৃত মোঃ মিরাজের মনোনীত তার মা মনোয়ারা বেগমের হাতে চেক তুলে দেন কোম্পানির নোয়াখালী অঞ্চলের প্রধান এভিপি মনিরুল ইসলাম মনির।
কমলনগরের ব্রাঞ্চ ম্যানেজার রাশেদ বিল্লাহর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানির লক্ষ্মীপুর জেলার এএসএম তানভীর হাসান ও রামগতির ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শরীফ। ইউনিট ম্যানেজার, মোঃ আব্বাস ও ইমরান হোসেন সজীব। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, মোঃ শরীফ ও মোঃ জাবের হোসেনসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ। কমলনগরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর হাজিরহাট ব্রাঞ্চের রাসেদ বিল্লাহর এজেন্সী এর বীমা গ্রাহক হন বিবি রহিমা।
বীমা গ্রাহক বিবি রহিমা ১৮ মাসে প্রিমিয়াম বাবদ ১৮ হাজার টাকা জমার পর হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন এবং উক্ত বীমাদাবী লাভ করেন। অন্য দিকে রামগতিতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর শরীফ এজেন্সি ব্রাঞ্চের মোঃ শরীফ এজেন্সী এর বীমা গ্রাহক হন মোঃ মিরাজ। বীমা গ্রাহক মোঃ মিরাজ ৩৭ মাসে প্রিমিয়াম বাবদ ৩৭ হাজার ৮৫০ টাকা জমার পর সড়ক দূর্ঘটনায় কুমিল্লার ময়নামতিতে মৃত্যুবরণ করেন এবং উক্ত বীমাদাবী লাভ করেন।