রামগতির মেঘনা নদীতে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধার – Lakshmipur24.com

রামগতির মেঘনা নদীতে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধার – Lakshmipur24.com

রামগতির মেঘনা নদীতে ভেসে আসা মৃত ডলফিন উদ্ধার – Lakshmipur24.com

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী এলাকায় মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। পরে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয় নৌ-পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৫০ কেজি ওজনের সাড়ে চার ফুট লম্বার ডলফিনটি উদ্ধার করা হয়।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখা স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে সেটিকে উদ্ধার করে তীরে আনা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।

অসুস্থ হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘ডলফিন জীবিত উদ্ধার হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো। যেহেতু মৃত সেজন্য ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।’

Explore More Districts