রামগতিতে ৬ বস্তা সরকারি চাল জব্দ, তদন্তে ইউপি চেয়ারম্যান

রামগতিতে ৬ বস্তা সরকারি চাল জব্দ, তদন্তে ইউপি চেয়ারম্যান

রামগতিতে ৬ বস্তা সরকারি চাল জব্দ, তদন্তে ইউপি চেয়ারম্যান


ছবি: সংগৃহীত (প্রতিকী)

লক্ষ্মীপুরের রামগতিতে ৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে আলেকজান্ডার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বাড়ির সামনে দিয়ে চালগুলো নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে রহিম নামে এক ব্যাক্তিকে আটক করেন স্থানীয়রা।

 

জানা গেছে, আটক করা চালগুলো ৪ নম্বর চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের জনতা বাজার কার্যালয় থেকে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ঘটনাস্থল থেকে আটককৃত ৬ বস্তা চাল জব্দ করে নিয়ে আসেন। এদিকে তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই রহিম কৌশলে ঘটনাস্থল পালিয়ে যান। খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত চাল গুলো জেলে প্রণোদনার, চাল গোপনে বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ-উজ-জামান বলেন, চালগুলো জেলে প্রণোদনার চাল, আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ হওয়ার কথা। সমুদ্রে ৫৮ দিনের সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকা সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত এ চাল। বর্তমানে চালগুলো তার হেফাজতে আছে, কিভাবে চালগুলো এখানে এলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

সহকারী কমিশনার (ভূমি)  ঝন্টু বিকাশ চাকমা বলেন, জেলে প্রণোদনা বরাদ্দের জব্দকৃত ৬ বস্তা চাল উদ্ধার করে মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে, চালের সাথে কাউকে পাওয়া যায়নি। কিভাবে চাল এখানে আসলো, তা চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমনকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

Explore More Districts