লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পিআরসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা সদর আলেকজান্ডার কামিল মাদ্রাসার সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার সদর আলেকজান্ডারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলেকজান্ডার বাজারস্থ বটতলায় এক সমাবেশে মিলিত হয়।
জামায়াতের উপজেলা আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, জামায়াতে পৌরসভার সেক্রেটারী মাওলানা জাফর আহমেদের পরিচালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন রামগতি পৌরসভা আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী মুর্তজা, ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি মোঃ জুয়েল রানা।
উক্ত সমাবেশের প্রধান অতিথি শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সম-মনা ইসলামি দলগুলো জাতীয় সনদ ভিত্তিতে ফেব্রুয়ারি নির্বাচন পি আর পদ্ধতির দাবিতে সারাদেশে এক ও অভিন্ন কর্মসুচী পালনে বিক্ষোভ সমাবেশ করছে। যারা একসময় কেয়ারটেকার ব্যবস্থা বুঝেননি তারা বিগত ১৭ বছরে সেই কেয়ারটেকার ব্যবস্থার দাবি করেও তা আদায় করতে পারে নি। এখন যারা পিআর পদ্ধতি বুঝেন না তারাও একসময় পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করবে। এসময় বিএনপির উদ্দেশ্য তিনি বলেন, বিগত ২৫ বছর একসাথে নির্বাচন ও বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে দেশ বিরোধী রাজাকার ট্যাগ দিয়ে যে ভাষায় কথা বলে ধিকৃত হয়ে জুলাই-আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন একই সুরে যদি তারাও কথা বলে তারা অতীতকে স্মরন করার আহবানও জানান তিনি।
এসময় জামায়াতের উপজেলা আমীর মাওলানা আবদুর রহিম জনগণের উদ্দেশ্যে তাদের দাবি সমুহ তুলে ধরেন, তাদের দাবি গুলো হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম – নির্যাতন, গনহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পর্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। তিনি দাবি গুলো অন্তরবর্তী সরকারকে দাবিগুলোর নির্বাচনের আহবান জানান।
একই দাবিতে রামগতিতে খেলাফতে মজলিস, ইসলামি আন্দোলন ভিন্ন ভিন্ন বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।