ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ সম্পর্কিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীস মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব হাসান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ।
উক্ত সমভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইমাম, এমটিইপিআই লিটন কুমার নাথ সহ প্রমুখ।
এ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১২ ডিসেম্বর দিন ব্যাপি চলবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে এক লক্ষ আই. ইউ (নীল রঙের) ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে দুই লক্ষ আই. ইউ (লাল রঙের) ক্যাপসুল খাওয়ানো হবে।
মিসু সাহা নিক্কন/বার্তা-12-23