রামগতিতে প্রণোদনার বীজ-সার পেল ৪ হাজার ১৬৫জন কৃষক

রামগতিতে প্রণোদনার বীজ-সার পেল ৪ হাজার ১৬৫জন কৃষক

রামগতিতে প্রণোদনার বীজ-সার পেল ৪ হাজার ১৬৫জন কৃষক


কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মওসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, ফেলন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে এ প্রণোদনা দেওয়া হয়। এ সময় উপজেলার ৪ হাজার ১৬৫জন কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মজিবুর রহমান বলেন, উপকূলীয় এ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১৬৫জন কৃষকদের মাঝে ১ বিঘা জমির জন্য বিনামূল্যে গম ২০কেজি করে ৭০জন কৃষককে, সরিষা ১কেজি করে ২৫০জন কৃষককে, সূর্যমুখী ১ কেজি করে ১৪৫জন কৃষককে, সয়াবিনের বীজ ৮কেজি করে ২ হাজার ৮শত জন কৃষককে এবং প্রত্যেককে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হচ্ছে। অন্যদিকে চিনাবাদাম ১০ কেজি করে ৫৫০জন কৃষককে, মুগ ৫কেজি করে ২০০জন কৃষককে, মসুর ৫ কেজি করে ১০০জন কৃষককে, ফেলন ৭কেজি করে ৫০জন কৃষককে এবং প্রত্যেককে ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হচ্ছে। এছাড়াও বোরো ধান (উফশী) বীজ ১ শত জন কৃষক এবং হাইব্রিড বীজ ৩ শত কৃষককে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, রবি মওসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলের কৃষকদের জন্য এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের আরও উৎসাহিত করবে। উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকেরা যাতে নিরবচ্ছিন্নভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেন, এ জন্য কৃষি বিভাগ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করেছে। 

Explore More Districts