রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস

রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস

রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস

লক্ষ্মীপুরের রামগতিতে নির্মাণকাজ শেষ না হতেই সড়কে অন্তত দুটি স্থান ধসে পড়েছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোটবড় গর্ত। সড়কের দুই পাশে ধরেছে ভাঙন। সামান্য বৃষ্টিতে জমে যায় পানি। এতে করে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের লোকমান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কটির এমন বেহাল অবস্থা।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করায় নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস দেখা দিয়েছে। যেভাবে সড়কের কাজ হওয়ার কথা ছিল, সে অনুযায়ী নির্মাণকাজ হয়নি। ফলে সড়ক ধসে গেছে। এখন সাঁকো দিয়ে সড়ক পারাপার করতে হচ্ছে। তবে সংশ্লিষ্টদের দাবি, কার্যাদেশ মেনেই সড়কের নির্মাণকাজ করা হচ্ছে।

এলজিইডি’র উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের প্রথম দিকে সড়কের নির্মাণকাজ শুরু হয়। গত অর্থ বছরে ৬৯ লাখ ৩৮ হাজার ৬১৯ টাকা ব্যয়ে ৩৪৮ মিটার দৈর্ঘ্য ও ১২ ফিটের পাকা সড়ক নির্মাণ করতে দরপত্র আহ্বান করা হয়। সড়কটির কার্পেটিং করার কাজ এখনো শেষ হয়নি। মেকাডম করার অল্পকিছু দিনের মধ্যেই সড়কটি ধসে পড়ে।  

এলজিইডি’র উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, কার্যাদেশ মেনেই সড়কের নির্মাণকাজ করা হচ্ছে। সড়কটির কাজ এখনো চূড়ান্ত পর্যায়ে শেষ হয়নি। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এমনটি হয়েছে। সড়কটি মেরামত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে, দ্রুত তা সামাধান হয়ে যাবে।

Explore More Districts