
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসব ও শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের ১৩তম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নবান্ন উৎসবের অধিবাস ও ঘট স্থাপন, বেদবানী পাঠ শেষে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমে সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছে। শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ধর্মানুরাগী ব্যক্তিত্ব আশিষ কুমার দাস সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরলক্ষ্মী গ্রামের শ্রী শ্রী সত্যনারায়ণ সেবাশ্রমে নবান্ন উৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা, ভাগবতীয় আলোচনা, কীর্ত্তন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে নবান্ন উৎসব পলিত হবে।
উৎসব আয়োজকরা জানান, নবান্ন উৎসবে প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী রাম ঠাকুরের অনুগত ভক্তবৃন্দরা মহোৎসবের আয়োজন করেছে। এবার মহোৎসবে প্রায় চার হাজার ভক্তের জন্য প্রসাদের আয়োজন করা হচ্ছে। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে বিভিন্ন স্থান থেকে আগত আমন্ত্রিত ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে উক্ত নবান্ন উৎসবের সমাপ্তি ঘটবে।


