রোববার দুপুরে জিয়া মঞ্চের সংবাদ সম্মেলন
রামগতিতে তাঁতী লীগের আহবায়কই জিয়া মঞ্চের আহবায়ক! শিরোনামে সম্প্রতি কয়েকটি পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও জিয়া মঞ্চের আহবায়ক মীর মো. জিয়াউর রহমান সুমন।
প্রতিবাদলিপিতে বিএনপি নেতা ও জিয়া মঞ্চের আহবায়ক মো. মীর মো. জিয়াউর রহমান সুমন বলেন, গত কয়েক দিন থেকে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত “রামগতিতে তাঁতী লীগের আহবায়কই জিয়া মঞ্চের আহবায়ক!” মর্মে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি করেন প্রকাশিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আমাকে আওয়ামীলীগ ও তাতী লীগের নেতা আখ্যায়িত করে সংবাদ প্রকাশিত হয়েছে।
কিন্তু প্রকৃতপক্ষে আমি বিএনপি সমর্থক ও কর্মী। ১৯৯৩ সালে আমি ছাত্রদলের সাংঠিনিক সম্পাদক ছিলাম। পরবর্তীতে ১৯৯৫-২০০৫ সাল পর্যন্ত চরগাজী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে ছিলাম। বর্তমানে রামগতি উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক।
বরং বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমি ৩৯ মামলার আসামি ছিলাম, এছাড়াও আমার ব্যবসা প্রতিষ্ঠা লুটপাট ও লাখ লাখ টাকার ক্ষতি করে। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তাই তারা প্রকাশিত এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশের মাধ্যমে আমার নিজের ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। আমি উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চর রমিজ ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক মো. আহসান উল্যাহ, চর আলগী ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন এবং চর আলগী ইউনিয়ন জিয়া মঞ্চের সদস্য সচিব মো. ইউসুফ।
উল্লেখ্য: চলতি বছরের ১৬ জুলাই তারিখে লক্ষ্মীপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক মাসুদুর রহমান রুবেল ও সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুমনকে প্রথমে উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়। পরে ২১ সদস্যের একটি কমিটি ঘোষনা করে, সে কমিটিতে তাকে উপজেলা আহ্বায়ক করা হয়।