লক্ষ্মীপুরের রামগতিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্মরণসভা পন্ড করার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় আলেকজান্ডার বাজার মাজার রোডস্থ একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ স্মরণ সভার আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহবুবুর রহমান টিপু। এতে প্রধান আলোচক ছিলেন পার্টির সাধারণ সম্পাদক আবদুল হান্নান।
আলেকজান্ডার বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন গলিতে মাইক টানিয়ে স্মরণ সভার কাজ আরম্ভ করেছিল। অতিরিক্ত শব্দে অতিষ্ঠ হয়ে বাজরের ব্যবসায়ী ও ছাত্র জনতা তারা সভা সংক্ষিপ্ত করার কথা বললে তারা কর্ণপাত করেনি। এক পর্যায়ে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। উত্তেজিত জনতার সাথে চেয়ার ছোড়া-ছুড়ির একপর্যায়ে তারা সভার কাজ অসমাপ্ত রেখেই সভাস্থল ত্যাগ করেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলমগীর হোসেন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় বিএনপি নামধারী কিছু সংখ্যক উশৃঙ্খল লোক তাদের সভায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং তাদের সভাকে পন্ড করে দেয়।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শিবলী নোমান বলেন, শুনেছি তাদের সভায় দুই গ্রুপের মধ্যে হট্টগোল হয় এবং নিজেরা নিজেরদের মারামারি হয়েছে। এখানে ছাত্রদল, যুবদলের কেউ যায়নি।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, স্মরণ সভা চলাকালে ভাংচুরের ঘটনা ঘটে বাজারের ব্যবসায়ী আবুল কালামের দোকান ঘরে। খবর পেয়ে সেখানে গিয়েছি, সভায় বক্তারা বিএনপির বিরুদ্ধে উশৃংখল বক্তব্যকে কেন্দ্র করে এঘটনা ঘটার কথা জানতে পেরেছি। তবে ওই সময় তিনি ঘটনাস্থলে কাউকে দেখতে পাইনি। এখন পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি।