রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

জেলা প্রতিনিধি, নীলফামারী:নীলফামারীর সদর উপজেলার রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদের মধ্যে আবুল কালাম (হুদুম) মেম্বার ৩৬৩ ভোট পেয়ে প্রথম, মোঃ আখতারুজ্জামান ৩৪৪ ভোট পেয়ে দ্বিতীয়, আব্দুল মজিদ ৩৩৯ ভোট পেয়ে তৃতীয়, মোঃ মশিউর রহমান ৩৩৫ ভোট পেয়ে চতুর্থ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৯৭৩ জন ও ভোট কাষ্ট হয়েছে ৭৪৫। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নীলফামারী সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন।

নির্বাচিত অভিভাবক সদস্যরা বলেন, এবারের ম্যানেজিং কমিটির নির্বাচন খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। অভিভাবকরা তাদের ভোটাধিকার খুব স্বতঃস্ফূর্তভাবেই প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। তাই সকল অভিভাবক শিক্ষক ও প্রশাসন কে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের দায়িত্ব পালনে সকলের কাছে দোয়া প্রত্যাশী।

এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: সফিয়ার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, এসআই সাদ্দাম হোসেনের ও গ্রামপুলিশ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts