রামগঞ্জে মা-মেয়ে হত্যাকাণ্ডে নতুন মোড়, দ্বিতীয় আসামি গ্রেফতার

রামগঞ্জে মা-মেয়ে হত্যাকাণ্ডে নতুন মোড়, দ্বিতীয় আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় নতুন করে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ হরিশ্চর বাদুরবাড়ির সোহেল ওরফে চোরা মান্নাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে রামগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করলে, বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে প্রথম সন্দেহভাজন সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তার তিন দিন পর, প্রায় ৭২ ঘণ্টা পর দ্বিতীয় সন্দেহভাজন হিসেবে চোরা মান্নাকে আটক করা হলো।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। তবে তদন্তের দিক ও পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশকে আরও স্বচ্ছভাবে তদন্ত পরিচালনা করতে হবে।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে এনে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিনিধি/
১৩ অক্টোবর ২০২৫

Explore More Districts