রাবিপ্রবি‌তে ‌যৌন হয়রানি রুখতে অ‌ভি‌যোগ বাক্স ও বিল‌বোর্ড | PaharBarta.com

রাবিপ্রবি‌তে ‌যৌন হয়রানি রুখতে অ‌ভি‌যোগ বাক্স ও বিল‌বোর্ড | PaharBarta.com

purabi burmese market

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির উদ্যোগে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ বাক্স এবং যৌন হয়রানি প্রতিরোধ সচেতনতায় বিল বোর্ড স্থাপন করা হ‌য়ে‌ছে।

আজ বুধবার সকা‌লে রা‌বিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার এর উদ্বোধন ক‌রেন।

এই বিষয়ে আরও

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.কাঞ্চন চাকমা, রাবিপ্রবি যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আহবায়ক ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সূচনা আখতার, সদস্য সচিব ও সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার উপস্থিত সকলকে যৌন হয়রানি প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে সবাইকে যৌন হয়রানি প্রতিরোধে সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।


Explore More Districts