রাত পোহালেই ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম | ctgnews.com

রাত পোহালেই ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম | ctgnews.com
মাটিরাঙ্গা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

       

Advertisement

রাত পোহালেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।  

আজ ১০ নভেম্বর, বুধবার দুপুর থেকে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছেন নির্বাচন কমিশন।

Advertisement

উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত আসনে ৫৫ জন ও সাধারণ আসনে ২০০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অত্র নির্বাচনে সাত ইউনিয়নে,মাটিরাঙ্গা ৭ হাজার ৮০১,বেলছড়ি ৯ হাজার ৪০৬, গোমতি ৯ হাজার ৩৩৯, আমতলি ইউনিয়নে ৫ হাজার ৯২৫, বড়নাল ৭ হাজার ৩১২, তবলছড়ি ইউনিয়নে ১৩ হাজার ৪৯৮ তাইন্দং ইউনিয়নে ৯ হাজার ৯৮২ এবং জন ভোটারসহ সর্বমোট ৬৩ হাজার ২৬৩ জন ভোটার রয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, ৬৪ জন প্রিজাইডিং অফিসার, ১৯৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৯৬ জন পোলিং অফিসারকে নির্বাচনে ভোটগ্রহন কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে নিয়োগ প্রদান করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আশরাফুল আলম জানান, আমরা ইতিমধ্যে ভোটগ্রহন সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসারদের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালি, স্যানিটাইজারসহ বিভিন্ন মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান করবেন। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলাবাহিনী রয়েছে।

এফএম/এসসি

Advertisement


CTG NEWS

Explore More Districts