রাতের আঁধারে রাজধানীতে ম্যানহোলের ঢাকনা চুরির চেষ্টা, ভিডিও ভাইরাল – DesheBideshe

রাতের আঁধারে রাজধানীতে ম্যানহোলের ঢাকনা চুরির চেষ্টা, ভিডিও ভাইরাল – DesheBideshe

রাতের আঁধারে রাজধানীতে ম্যানহোলের ঢাকনা চুরির চেষ্টা, ভিডিও ভাইরাল – DesheBideshe

ঢাকা, ০৪ অক্টোবর – রাতের আঁধারে উধাও হয়ে যাচ্ছে রাজধানীর ম্যানহোলের ঢাকনা। অলি-গলি থেকে রাজপথ—কোনো জায়গাই বাদ যাচ্ছে না। এসব ঘটনায় সক্রিয় একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন, অথচ সিটি করপোরেশনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না।

সম্প্রতি একটি ছোট গলিতে ম্যানহোলের ঢাকনা চুরির চেষ্টা করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে সেটি শেয়ার করে দাবি করেছেন, ঘটনাস্থল রাজধানীর শ্যামপুর এলাকায়। ভিডিওতে দেখা যায়, গলির দুই পাশে ভবন। নীল রঙের ফুলস্লিভ পলো শার্ট, অ্যাশ রঙের জিনস প্যান্ট ও জুতা পরা এক যুবক রাতের আঁধারে একটি ম্যানহোলের ঢাকনা খুলে নেওয়ার চেষ্টা করছেন।

ভিডিওতে দেখা যায়, তিনি ঢাকনাটি তুলে লাফিয়ে লাফিয়ে লক ভাঙার চেষ্টা করছেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এরপরও তিনি বারবার চেষ্টা করেন, পা দিয়ে লাথিও মারেন। কিন্তু সফল হতে না পেরে এদিক-ওদিক তাকাতে থাকেন।

ভিডিওটি কেউ একজন মোবাইল ফোনে ধারণ করছিলেন, মাঝেমধ্যে জুম ইন-আউটও করা হচ্ছিল। দেখা যায়, ছেলেটি একা না পেরে কাকে যেন ইশারায় কাছে আসতে বলছেন। আবার চারপাশে তাকিয়ে নিশ্চিত হতে চাইছেন কেউ ভিডিও করছে কি না। বেশ কয়েকবার চেষ্টা করেও ঢাকনাটি খুলতে না পেরে হতাশ হয়ে পড়েন তিনি। তখন যিনি ভিডিও করছিলেন, তিনি হঠাৎ চিৎকার করে বলেন, “চোর! চোর! চোর!” —এ কথা শুনেই ছেলেটি ঢাকনাটি ফেলে দ্রুত সরে পড়েন।

এর আগেও রাজধানীতে সিএনজি নিয়ে এসে ম্যানহোলের ঢাকনা চুরির একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫



Explore More Districts