রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ একজন আটক

রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ একজন আটক

২৫ June ২০২৫ Wednesday ১:৫৯:৩০ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ একজন আটক

ঝালকাঠির রাজাপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। ২৪ জুন ২০২৫ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার লেবুবুনিয়া বাজারস্থ সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঝালকাঠির এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক দে (৩৫), পিতা-মৃত বিমল কৃষ্ণ দে, মাতা-চায়না দে, সাং-নৈকাঠি, ৩ নম্বর ওয়ার্ড, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে আটক করে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন মানিক দেকে তল্লাশি চালায়। এসময় তার পরিহিত শার্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস লালচে গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করে মানিক দেকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার এসআই মহিউদ্দিন জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts