রাজাপুরে যুবদল নেতাকে বিনামূল্যে মাছ না দেয়ায় জেলেকে হা*তুড়িপে*টা

রাজাপুরে যুবদল নেতাকে বিনামূল্যে মাছ না দেয়ায় জেলেকে হা*তুড়িপে*টা

১৮ October ২০২৫ Saturday ৭:৫৯:৩২ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে যুবদল নেতাকে বিনামূল্যে মাছ না দেয়ায় জেলেকে হা*তুড়িপে*টা

ঝালকাঠির রাজাপুরে বিনামূল্যে বড় মাছ না দেয়ায় এক যুবদল নেতার হাতে হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছেন মাহবুব হোসেন (৩০) নামে এক জেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার চাড়াখালি নাইয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহবুব ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে।

অভিযুক্ত যুবদল নেতা মনির হোসেন মোল্লা স্থানীয় মৃত সুলতান মোল্লার ছেলে ও রাজাপুর উপজেলা যুবদলের সদস্য।

ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় খালে মাছ ধরলে মনির মোল্লা নিয়মিত জোর করে মাছ নিয়ে যায়। বৃহস্পতিবার মাহবুবের চাচা মোজ্জামেল জালে ধরা এক কেজি ওজনের আইড় মাছ মনিরকে দেন। মাছটি ছোট হওয়ায় মনির ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন এবং বড় মাছ না দিলে জাল পুড়িয়ে ফেলার হুমকি দেন। প্রতিবাদ করলে রাতে একা পেয়ে মনির হাতুড়ি দিয়ে মাহবুবকে পেটান। এতে তার কপালে গুরুতর আঘাত লাগে।

আহত অবস্থায় পরিবার তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

অভিযুক্ত মনির মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, আমাকে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছে।’

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার বলেন, ‘মাহবুবের কপালের পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, সিটি স্ক্যানের মাধ্যমে তার অবস্থার বিস্তারিত জানা যাবে।’

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts