রাজাপুরে মুদি দোকানে হামলা ও ভাঙচুর, দোকানীকে মারধরের ঘটনায় থানায় জিডি

রাজাপুরে মুদি দোকানে হামলা ও ভাঙচুর, দোকানীকে মারধরের ঘটনায় থানায় জিডি

২৬ June ২০২৫ Thursday ৩:৫৮:৩৬ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে মুদি দোকানে হামলা ও ভাঙচুর, দোকানীকে মারধরের ঘটনায় থানায় জিডি

ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি পারেরহাট এলাকায় একটি মুদি মনোহারি দোকানে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোকানদার হেলাল ভূঁইয়া রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৮৭৫, তারিখ ২২/০৬/২০২৫, ট্র্যাকিং নম্বর: JI48WS) করেছেন।

ভুক্তভোগী হেলাল ভূঁইয়া (৪৩), পিতা মোতাহার আলী ভূঁইয়া, মাতা ছবির খাতুন, স্থায়ী ঠিকানা হাইলাকাঠি, মঠবাড়ী ইউনিয়ন, রাজাপুর থানাধীন, অভিযোগ করেন যে, গত ২২ জুন ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে তার মুদি দোকানে এসে বিবাদীরা – করেল খান (৪০), সোহাগ খান (৩৫), ও ইলিয়াস খান (২৮) আলু, পেঁয়াজসহ কিছু পণ্য ক্রয় করেন।

হেলাল ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, তিনি টাকার জন্য অনুরোধ করলে বিবাদীরা পরে পরিশোধ করার কথা বলে খাতায় বাকি লেখার জন্য বলেন। এতে তিনি রাজি না হওয়ায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। চর-থাপ্পড়, কিল-ঘুষির আঘাতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলফুলা জখম হয় বলে তিনি অভিযোগ করেন। এছাড়া তারা তার দোকান ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

এ সময় দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন, যার মধ্যে রানা হাওলাদার (২৮), পিতা সাইদুল হাওলাদারসহ বেশ কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা লাঠিসোটা ও রামদা উঁচিয়ে আরও ভয়াবহ হামলার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। ফলে হেলাল ভূঁইয়া ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনার পর পরই ভুক্তভোগী থানায় গিয়ে বিষয়টি সাধারণ ডায়েরির মাধ্যমে পুলিশকে অবহিত করেন। এ বিষয়ে রাজাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই (নিরস্ত্র) এম হাসান এবং মেঃ সিরাজুল ইসলাম জিডিটি গ্রহণ করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি রেকর্ড করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts