রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হা*ম*লার অভিযোগ

রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হা*ম*লার অভিযোগ

১৯ April ২০২৫ Saturday ৬:২৭:৫৮ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হা*ম*লার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক আল শাহরিয়ার নিবিরের (১৯) ওপর দলটির আরেক কর্মী খায়রুল (২২) হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ভবনের সামনে তাকে মারধর করে আহত করা হয়। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরোনো একটি ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বসে নিয়মিত কাজ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম এটি ব্যবহারে অনুমতি দিয়েছেন। অভিযুক্ত খায়রুল একাধিকবার ওই ভবনে বসতে বাধা দিয়েছেন তাদের। তালাও লাগিয়েছেন কখনো।

এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বিকেলে নিবির এবং তার সহকর্মীরা তালা খুলে ভবনে বসেন। তারা খায়রুলকে ডেকে তালা দেওয়ার কারণ জানতে চাইলে খায়রুল ক্ষিপ্ত হয়ে উঠেন। খায়রুল ও তার সঙ্গে থাকা কয়েকজন নিবিরের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিবিরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। নিবিরের মাথা ও শরীরের একাধিক স্থানে জখম হয়েছে বলে জানা গেছে।

খায়রুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয়কর্মী। তার ব্যাপারে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

রাজাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts