রাজাপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে চোরেরা!

রাজাপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, ৩০ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে চোরেরা!

১৩ July ২০২৫ Sunday ১১:২৬:৫৮ PM

Print this E-mail this


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:

ঝালকাঠির রাজাপুরের মুকুল মৃধার বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রাজাপুর সরকারি কলেজ সংলগ্ন মহাসড়কের পূর্ব পাশের ১৭০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মুকুল মৃধা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিকবার দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। বর্তমানে তিনি রাজনীতি থেকে কিছুটা বিরত থাকলেও এলাকায় একজন পরিচিত রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় মুকুল মৃধা ও তার স্ত্রী বাসায় ছিলেন না। তারা তালা লাগিয়ে বাইরে যান। এ সুযোগে চোরেরা ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা ঘরের আসবাবপত্র তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৩ লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামালসহ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়।

মুকুল মৃধার বোন পাখি মৃধা জানান, “চোরেরা ঘরের সমস্ত কিছু এলোমেলো করে ফেলে গেছে। কাপড়চোপড় ছিঁড়ে ফেলা হয়েছে। ঘরে যা ছিল, সবই নিয়ে গেছে।

চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts