২৩ May ২০২৫ Friday ৬:২৩:০৮ PM | ![]() ![]() ![]() ![]() |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী সাইদুল ইসলাম খান ও সোহেল খান নামে দুই ভাইয়ের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের সকল মালামাল পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে তাদের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান জানান, গতকাল রাতে দুর্বৃত্তরা ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘরের আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে গেছে। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং ঘরে কেউ ছিল না।
জমি ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিগ্রস্তের আত্মীয় হারুন খান বলেন, রাতে খবর পেয়ে এসে দেখি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |