রাজাপুরে পানিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

রাজাপুরে পানিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

৩০ August ২০২৫ Saturday ৮:২৮:৫৮ PM

Print this E-mail this


নবীন মাহমুদ / রাজাপুর সাংবাদিক ক্লাব:

রাজাপুরে পানিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ঝালোবাড়ি মাদ্রাসার খালে গত কাল শুক্রবার গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন কলেজ ছাত্র শামীম হোসেন (১৯)। নিখোঁজের ২৪ ঘণ্টা পর আজ শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে একই স্থান থেকেই শমীমের লাশ উদ্ধার করা হয়।

শামীম ওই এলাকার ব্যবসায়ী মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে নামে শামীম। এই সময়ে মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি।

পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এক পর্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অভিযান চালায়, তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ সকালে এলাকাবাসী ও স্বজনরা মিলে খোঁজাখুঁজি করলে, এক পর্যায়ে শমীমের দুলাভাই মতিউর রহমান ওই একই স্থান থেকে দুপুর সাড়ে বারোটার দিকে শামীমের মরদেহ উদ্ধার করে।

এ বিষয় রাজাপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, আমরা খবর পেয়েছি মৃত দেহ পাওয়া গেছে ।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts