রাজাপুরে তুচ্ছ ঘটনার জেরে বিধবা বৃদ্ধাকে মারধরের অভিযোগ

রাজাপুরে তুচ্ছ ঘটনার জেরে বিধবা বৃদ্ধাকে মারধরের অভিযোগ

২৮ June ২০২৫ Saturday ৯:০৩:১১ PM

Print this E-mail this


রহিম রেজা,ঝালকাঠি প্রতিনিধি:

রাজাপুরে তুচ্ছ ঘটনার জেরে বিধবা বৃদ্ধাকে মারধরের অভিযোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলার চারাখালি নাইয়াবাড়ি এলাকায় জন্ডিস ঝাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা বিধবা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ জুন) সকালে ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দেলোয়ারা বেগম (৭৫) জানান, একই এলাকার আনসারের ছেলে বশিরের মেয়ে শিশু লামিয়া জন্ডিস ঝাড়ার জন্য এলে দেলোয়ারা পারিশ্রমিকের টাকা চায়। এ নিয়ে তার পিতা বশির উত্তেজিত হয়ে একপর্যায়ে ওই নারীকে মারধর করে। বৃদ্ধা আনোয়ারা বলেন, “আমার পরনের কাপড় দিয়েই গলায় ফাঁস লাগিয়ে টানা হেঁচড়া করে। আমি কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিই।”

দেলোয়ারা বেগম আরও অভিযোগ করে জানান, বশির দীর্ঘদিন ধরে প্রতিবেশী আনোয়ারার ছেলে সোহাগের মৎস্য কার্ডের চাল আত্মসাৎ করে আসছে। এ বিষয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় অভিযুক্ত বশির ও তার স্ত্রী ফাতেমা জানান, “শিশুর ঝাড়ার জন্য খুচরা টাকা না থাকায় পরে দেওয়ার কথা বলি। এ নিয়ে কথা কাটাকাটি হয়, ধাক্কাধাক্কি হতে পারে তবে মারধরের অভিযোগ সঠিক নয়।”

এদিকে দেলোয়ারা বেগম জানান, তাকে নানা ভাবে হুমকি দেয়া হচ্ছে, এ কারনে তিনিসহ তার পরিবার নিরাপত্তা হিনতায় ভুগছেন। তিনি রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts