| ৩১ October ২০২৪ Thursday ২:১৮:২৪ PM | |
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
বরিশাল-খুলনা মহাসড়কের বারবাকপুর এলাকায় বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল (১৬) উপজেলার কাঠিপাড়া গ্রামের লোকমান খন্দকারের ছেলে ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রাতে নৈকাঠি এলাকা থেকে দ্রুত গতির মোটরসাইকেলটি রাজাপুরের দিকে যাচ্ছিল।
পথে হঠাৎ বারাকপুর এলাকায় একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হয়। এ ঘটনায় আহত নিলয় ও সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
এরপর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

