| ২৬ December ২০২৫ Friday ৭:৫৯:৩২ PM | |
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সরকারি নীতিমালা উপেক্ষা করে অপরিকল্পিতভাবে খাল খননের ফলে প্রায় ১৫০ বছরের পুরানো একটি গুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়েছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের মধ্য বড়ইয়া ফরাজী বাড়ির সামনে ক্ষতিগ্রস্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধনের কর্মসূচি করেন স্থানীয়রা। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মজিবর ফরাজী, মো. শাহজাহান মাওলানা, মো. সুজন ফরাজী, মো. জিয়া সুমন, মো. বেলায়েত হোসেন, মো. রেজোয়ান ফরাজী, মো. মিজানুর রহমান ফরাজী, মো. সোহরাব হোসেন ফরাজী প্রমূখ।
তারা অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান পরিকল্পনাহীনভাবে খান অতিরিক্ত গভীর কওর খনন করায় সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
