রাজাপুরের মা-ছেলে নিখোঁজ, রাতে ঢাকার বাসে আসার পথে নিখোজ হন, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
১৮ June ২০২৫ Wednesday ৫:৫০:৪১ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের অটোচালক জাহিদ হোসেনের স্ত্রী লিজা বেগম (২৮) ও তার ছেলে জুবায়ের (৬) নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।
স্বামী জাহিদ হোসেন জানান, ঢাকা থেকে ছেলেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে গতকাল রাত ১০টায় ইমাদ পরিবহনে করে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেন লিজা বেগম ও জুবায়ের। তাদের ভোর রাত আড়াইটায় রাজাপুর মেডিকেল মোড় এলাকায় পৌঁছানোর কথা ছিল। রাত ১২টার দিকে লিজার সঙ্গে শেষবারের মতো কথা হয় জাহিদের। তখন তিনি জানান, গাড়ি চলেছে।
এরপর থেকে লিজা ও জুবায়েরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।
যদি কেউ তাদের সন্ধান পান বা কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে: জাহিদ হোসেন — ০১৭৩৪৭০০৩৫৮। তাদের খোজ পেতে সবার সহযোগিতা কামনা করছে নিখোঁজ পরিবারের সদস্যরা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন টর্চার সেল