রাজাপুরের নৈকাঠি বাজারে অজ্ঞান অবস্থায় যুবক, পরিচয় মেলেনি
২৬ June ২০২৫ Thursday ৮:৩৪:৩২ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারে এক অজ্ঞাতপরিচয় যুবককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়রা জানান, কাউখালি থেকে আসা একটি যাত্রীবাহী বাসে করে এনে তাকে নামিয়ে রেখে যাওয়া হয়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে নৈকাঠি বাজারে একটি বাস এসে তাকে নামিয়ে রেখে চলে গেলে রাস্তার পাশে এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও ধূসর রঙের টি-শার্ট। তার কাছে কোনো মোবাইল ফোন, মানিব্যাগ বা পরিচয়পত্র পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয়া হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেলস পার্কের উচ্ছেদ সফল হয়নি এখনো বহাল শতাধিক দোকান!