৬ September ২০২৫ Saturday ৭:২২:১৮ PM | ![]() ![]() ![]() ![]() |
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:

ঝালকাঠির রাজাপুরের গালুয়া মিরা বাড়িস্থ সৈয়দ সাহাব উদ্দিন নূরানী মাদ্রাসা ও এতিমখানায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত শেষ রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা লাইব্রেরির গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে স্টিলের আলমারির তালা ভেঙে প্রায় ৬০,০০০ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার সময় মাদ্রাসাটি এক সপ্তাহের ছুটিতে থাকায় কোনও ছাত্র অবস্থান করছিল না। তবে মাদ্রাসার অন্য একটি ভবনে চারজন শিক্ষক অবস্থান করছিলেন। তাঁরা রাতে কোনো শব্দ শুনতে পাননি।
মাদ্রাসার পিছনের দিকে লোক আসার কিছু আলামত পাওয়া গেছে বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার সামনের রাস্তায় থাকা চারটি কুকুর হঠাৎ চিৎকার করে ডাকতে শুরু করলে, সামনের এক বাসিন্দা ঘুম ভেঙে বাইরে বের হন। তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে দেখতে পান। লাইট জালালে তাদের একজনকে চিনতে পারেন বলে জানান, তবে অন্যজন শর্ট প্যান্ট পরা অবস্থায় তৎক্ষণাৎ একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে।
চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করতে মাদ্রাসায় স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |