রাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক | PaharBarta.com

রাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক | PaharBarta.com

purabi burmese market

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ টি ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের চতুর্থ ধাপের চলমান ঘরের কাজ সহ বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০ টায় তিনি উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে নবনির্মিত শফিপুর পোড়াভিটা এলাকায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের বীর নিবাস হস্তান্তর, নবনির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর সমুহ পরিদর্শন, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনকল্যাণে নিরলস ভাবে কাজ করছেন। তারে অংশ হিসেবে এলাকায় ভূমিহীনদের বাসস্থান নির্মান সহ মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পাড়ায় পাড়ায় স্বাস্থ্য ক্লিনিক নির্মান করে দিচ্ছেন।

এই বিষয়ে আরও

পরিদর্শনকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, ৩ নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ঘিলাছড়ি ইউনিয়নে পরিষদের ঘরের কার্যক্রম পরিদর্শন করেন।

dhaka tribune ad2

এসময় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে নির্মাণ কাজের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন ডিসি।

Explore More Districts