মহান স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ মার্চ ২০২২ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বিকাল ৪.৩০ টায় পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) মহোদয়।
এ সময় জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসারগন উপস্থিত ছিলেন । প্রতিযোগিতায় রাজশাহীর এসএএফ ও ওআর পুলিশ টিম অংশগ্রহন করে । খেলায় ওআর পুলিশ টিমকে পরাজিত করে এসএএফ পুলিশ টিম চ্যাম্পিয়ন হয়।এ তথ্য নিশ্চিত করেছেন মো: ইফতেখায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার, রাজশাহী।