রাজশাহীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহীতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আকাশ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আকাশ নগরীর উপশহর দড়িখরবোনা এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার (২ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমরান হোসেন।

তিনি জানান, ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর বাবা রবিউল ইসলাম বাদি হয়ে আকাশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলায় আকাশকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে বুধবার (১ সেপ্টম্বর) বিকেল তিনটার দিকে চন্দ্রিমা থানা পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করে।

ওসি আরো জানান, ধর্ষণ মামলাতেই তাকে আদালতে চালান করা হয়েছে। এছাড়া ভিক্টিম বর্তমানে অসুস্থ্য অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ আগস্ট) ছোট বোনগ্রাম কোটাপুকুর এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

Explore More Districts