রাজশাহীতে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে টিসিবির পণ্য চুরি

রাজশাহীতে ইউনিয়ন পরিষদের গুদাম থেকে টিসিবির পণ্য চুরি

ডিলার আবু তালেব সরকার বলেন, ‘আমি নিশ্চিত, কোনো একটি মহল আমাকে ফাঁসাতে এই কাণ্ড ঘটিয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলেই মূল তথ্য বেরিয়ে আসবে।’
ইউএনও শাম্মী আক্তার বলেন, টিসিবির পণ্য চুরি হওয়ার ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছেন। আইনগতভাবে টিসিবির পণ্য উত্তোলনের পর ডিলারের হেফাজতে রাখার দায়িত্ব।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান বলেন, বাউসা ইউনিয়নে টিসিবির পণ্য চুরির খবর শুনেছেন। সেখানে পুলিশ পাঠিয়ে তিনি রাজশাহীতে মিটিংয়ে গিয়েছিলেন।

Explore More Districts