রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে এক লক্ষ ষোল হাজার সাতশত টাকা মূল্যের কানাডিয়ান ডলার উদ্ধার করার পাশাপাশি মোঃ রফিকুল ইসলাম রিপন সরদার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
রিপন শরীয়তপুর জেলার জাজিরার উপজেলার পালের চরহাটের ছামাদ মাদবর কান্দি স্বরূপ বাবুর চরের মোঃ লাল মিয়া সরদারের ছেলে।
জানাগেছে, গত বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মিঠু ফকির, এসআই মিলন চন্দ্র বর্মনসগ সঙ্গীয় ফোর্স রাজবাড়ীর পাংশা থানাধীন গারাল গ্রামের জনৈক আইয়ুব খাঁ এর বাড়ীর সামনে ঢাকা-কুষ্টিয়া মহাড়কের উপর হতে আসামী মোঃ রফিকুল ইসলাম রিপন সরদার কে গ্রেপ্তার করে। তার কাছ এক লক্ষ ষোল হাজার সাতশত টাকা মূল্যের কানাডিয়ান ডলার উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(Visited 88 times, 88 visits today)