রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই প্রতিপাদ্যকে সামনে রেথে রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে অফিসার্স ক্লাবে এ অবহিতকরণ কর্মশালা শুরু হয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ জিল্লুর রহমান।
এছাড়া কর্মশালায় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, জেলা পর্যায়ের সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, সংবাদকর্মী, জেলেসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় ইলিশ সম্পদের ওপর পাওয়া পয়েন্ট উপস্থাপন করা হয়। এবং ইলিশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়া ইলিশ রক্ষা অভিযানের সময় জেলেদের ২০ কেজি চালের পরিবর্তের বেশি সহায়তার দেয়ার জন্য মৎস্য অধিদপ্তরকে অনুরোধ জানান বক্তরা। স্বাস্থ্য সুরক্ষার সকল উপদান রয়েছে ইলিশে। ফলে ইলিশ রক্ষার মাধ্যমে জাতীয় সম্পদকে রক্ষা করতে হবে।
(Visited 1 times, 1 visits today)