রাজবাড়ী সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু |

রাজবাড়ী সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু |

রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ী সদর হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানাগেছে, গত ২৮ মার্চ রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিশ্বজিৎ অসুস্থ অবস্থায় অপরিচিত একজনকে রেল ষ্টেশন মাষ্টারের রুমের সামনে থেকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করেন। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ১টার দিকে মৃত্যু বরণ করে। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে রাজবাড়ী থানার এসআই এনায়েত সেখানে যান এবং মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তবে বিকাল পর্যন্ত তার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

Explore More Districts