রাজবাড়ী-ফরিদপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ, যাত্রীদের দূর্ভোগ |

রাজবাড়ী-ফরিদপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ, যাত্রীদের দূর্ভোগ |

রাজবাড়ী-ফরিদপুর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ, যাত্রীদের দূর্ভোগ |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

একটি বাস ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর রুটে সরাসরি বাস চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে। যে কারণে রাজবাড়ী, ফরিদপুরসহ আশপাশের জেলার যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছে।

 

রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানিয়েছেন, দৌলতদিয়া-ফরিদপুর এবং রাজবাড়ী-ফরিদপুর দুইটি রুটে নিয়মিত বাস চলাচল করে আসছে। যদিও শুরু থেকেই ফরিদপুর বাস মালিক সমিতি রাজবাড়ীর সড়ক পরিবহণ মালিক গ্রুপের সাথে বিমাতা স্বরুপ আচরণ করছে। অথচ রাজবাড়ী জেলার অংশে সড়ক বেশি, ফরিদপুর অংশে কম। তারপরও ফরিদপুরের বাস বেশি এবং রাজবাড়ীর বাস কম চলাচল করে। এ নিয়ে দীর্ঘ দিন ধরে উভয় জেলার মধ্যে মনোমালিন্য রয়েছে। এরই মাঝে গত মঙ্গলবার রাজবাড়ীর একটি বাস (ঢাকা মেট্রো ব-০২-০১০৯) ভাংচুর করে। ওই ঘটনার পর উভয় জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। গত বুধবার থেকে রাজবাড়ী জেলার অংশে এই জেলার বাস এবং বৃহস্পতিবার থেকে ফরিদপুরের বাস তাদের জেলার অংশে চলাচল করছে। এতে করে দৌলতদিয়া ঘাট এবং কুষ্টিয়া থেকে আগত দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা গামী যাত্রীরা দূর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তারা রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে আলোচনা করেছেন। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তা তিনি জানাতে পারেন নি।

Explore More Districts