রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিস আর নেই |

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিস আর নেই |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী জেলা ছাত্রলীগ এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিস (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ’তে চিকিৎসাধিন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। আজ দুপুরে তার নিজ বাড়ী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে জেলা শহরের পৌরসভার ভবানীপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি জনিত অসুস্থতায় ভুগছিলেন।

গত সোমবার সন্ধ্যায় তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়।

Explore More Districts