রাজবাড়ী বার্তা ডট কম :
“বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং-২০২৫” প্রতিযোগিতায় রাজবাড়ী জেলা সমবায় কার্যালয় ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে।
এ উপলক্ষে আয়োজিত দ্বিবার্ষিক বিভাগীয় সমন্বয় সভায়, রাজবাড়ী জেলা সমবায় অফিসার সেলিনা পারভীন নিবন্ধক ও মহাপরিচালকের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।
সেলিনা পারভীন তাঁর উদ্ভাবনী আইডিয়া নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা বিভাগীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।
এই আয়োজন অনুষ্ঠিত হয় গাজীপুরের মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কনফারেন্স রুমে, আজ বুধবার (১০ সেপ্টেম্বর)। অনুষ্ঠানটি আয়োজন করে সমবায় কার্যালয়, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মুনিমা হাফিজ, নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), সমবায় অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেবুন নাহার, অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা), সমবায় অধিদপ্তর।
সভায় সভাপতিত্ব করেন: মোহাম্মদ কামরুজ্জামান, যুগ্ম নিবন্ধক, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উদ্ভাবনী ধারণার সফল বাস্তবায়নের মাধ্যমে সমবায় খাতে টেকসই পরিবর্তন সম্ভব। রাজবাড়ী জেলা সমবায় কার্যালয়ের এই অর্জন ভবিষ্যতে আরও বড় পরিসরে ইনোভেশন বাস্তবায়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
জেলা সমবায় অফিসার সেলিনা পারভীন বলেন, “এই স্বীকৃতি রাজবাড়ীর সমবায় আন্দোলনের জন্য একটি বড় প্রাপ্তি। আমি মাঠ পর্যায়ে এই আইডিয়াকে বাস্তব রূপ দেওয়ার জন্য আরও পরিশ্রম করব।”
The post রাজবাড়ী জেলা সমবায় কার্যালয়ের গৌরবজনক অর্জন appeared first on রাজবাড়ী বার্তা.