রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে বিনোদপুর ২নং ওয়ার্ডে বাসিন্দা নজরুল আহম্মেদের ছেলে মিরাজুল ইসলাম (২৫) কে জখম করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি সাইকেল গ্যারেজের শ্রমিক মিরাজুলকে বেধড়ক মারপিট করা হয়। মারপিটের আঘাতে তার বাম কানের মাঝামাঝি অংশ কেটে যায়। তবে কারা তাকে এমন আহত করেছে তা মিরাজুল জানাতে পারেনি। ঘটনার খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা মিরাজুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, মিরাজুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।