রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ

রাজবাড়ী বার্তা ডট কম :

পহেলা বৈশাখ উপলক্ষে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় এক উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শহীদ খুশি রেলওয়ে ময়দানে।

শোভাযাত্রার নেতৃত্ব দেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার।

শোভাযাত্রায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তারা নিজেদের আয়োজনে বৈশাখী উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। রঙিন পোশাক, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আর লোকজ উপস্থাপনায় মুখর ছিল পুরো শহর।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শহীদ খুশি রেল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী এক লোকজ মেলা, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলায় বিভিন্ন হস্তশিল্প, পিঠা-পুলির স্টল, লোকসংগীতসহ নানা ঐতিহ্যবাহী উপকরণ দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করছে।

এছাড়াও রাজবাড়ী আজাদী ময়দানে বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের খেলাধুলা এবং বৈশাখী মেলা। একই সঙ্গে শহরের রেলগেটের বটতলা ও বকুল তলা এলাকাতেও ছিল বৈশাখী উৎসবের জমজমাট আয়োজন।
নতুন বছরকে ঘিরে রাজবাড়ীর সর্বত্রই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সব বয়সী, সব শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। শহরের অলিগলি থেকে শুরু করে বড় সড়ক পর্যন্ত বৈশাখের রঙে সেজে উঠেছে রাজবাড়ী।
নতুন বছর সবাইকে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রত্যাশায় উজ্জীবিত রাজবাড়ীবাসী।

The post রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts